Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 28 July 2023
  • অন্যান্য

ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে আটক ৬

Google News

আজ শুক্রবার সকালে ভেড়ামারার বেশ কয়েকটি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এতে ৬ জনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

আটককৃতরা হলেন,
১। মজনু খাঁ (৪৮), পিতা মৃত শহীদখাঁ,
সাং ষোলদাগ বাধপাড়া,ভেড়ামারা, কুষ্টিয়াকে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মতে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

২। মো: সোহেল রানা (৩৫), পিতা সাইফুল ইসলাম,
৩। মোস্তফা (৪৮), পিতা মৃত রহমত মন্ডল,
৪। সিরাজ মন্ডল (৪৭) পিতা মৃত আজাদ আলী মন্ডল, সর্ব সাং-সাতবাড়িয়া মন্ডলপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়াদের মন্ডলপাড়া গ্রামস্থ সিরাজের বাড়ীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মতে ৬ মাস ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

৫। শান্ত হোসাইন (২৫), পিতা রবিউল ইসলাম,
কলেজপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৬। ফয়সাল শেখ (২৫), পিতা মৃত জাইদ শেখ,
নওদাপাড়া, ভেরামাড়া, কুষ্টিয়াদের ভেড়ামারা সরকারি কলেজের পিছনে পরিত্যক্ত হল রুমে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মতে ৬ মাস ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জানান, এ অভিযান অব্যাহত থাকবে।