Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 12 June 2023
  • অন্যান্য

ভারতে প্রশিক্ষণে গিয়ে ইউএনও আল-আমিনের মৃত্যু

Google News

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের বাসিন্ধা, ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হাসেম মাস্টারের একমাত্র পুত্র এবং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধার একমাত্র জামাতা, বিসিএস ৩৩ ব্যাচের কর্মকর্তা, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন (৩৭) ভারতের উত্তরাখন্ডের মিশৌরি শহরে মিড ক্যারিয়ার প্রশিক্ষণে গিয়ে রবিবার দুপুর ১২টার দিকে হার্ড অ্যাটাক করে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে———— রাজিউন।

মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী ও জমজ দুটি কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকালে ভারত থেকে তার মরদেহ দেশে নিয়ে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশন এর সভাপতি ও নৌ পরিবহণ মন্ত্রানালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল গ্রহন করেন। পরে হেলিকপ্টার যোগে তার প্রিয় কর্মস্থল বাউফলে নিয়ে আসা হয়। সেখানে বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মরহুমের প্রথম যানাজা নামাজ এবং দুপুর ২টায় তার নিজ বাড়ী চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় যানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইউএনও আল-আমিনের অকাল মৃত্যুতে তার পরিবারসহ ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার শিক্ষা জীবনের বন্ধু-বান্ধবসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও হাজার হাজার এলাকাবাসীরা যানাজা নামাজে অংশ নিয়ে অশ্রæসজল নয়নে তাকে শেষ বিদায় জানায়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মন্ত্রী মোঃ ওবায়দুল কাদের, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশন এর সভাপতি ও নৌ পরিবহণ মন্ত্রানালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ এমএ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, আমতলী সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।