Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 11 September 2023
  • অন্যান্য

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
September 11, 2023 1:56 am । ১১৫ জন

Google News

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশি যুবক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় নোম্যান্সল্যান্ডে  বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, এরা কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ু যায়, সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালত তাদের ১ থেকে ৪ বছরের সাজা দেয়। সাজা শেষে আজ তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে নিজ জিম্মায় বাড়ি ফিরে যাবেন। এদের দেশে ফিরে আসতে সহযোগিতা করেছে যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার।