Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 4 August 2023
  • অন্যান্য

ভারতীয় গরু পাচার করতে দেখে ফেলায় কৃষকলীগ নেতাকে মারধর

Google News

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ভারতীয় গরু নিয়ে আসার সময় পাচারকারীদের দেখে ফেলায় ৩ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আফাজউদ্দিন (৫০)কে মারধরের অভিযোগ উঠেছে একই ইউপির শহিদ, শরিফুল, নান্নু সহ ৮-১০ জনের বিরুদ্ধে ।

৩১ তারিখ রাত ৭ তাকে মারধর করে মৃত ভেবে তাকে ইউনিয়ন পরিষদের পাশে ফেলে রাখে চলে যায় পাচারকারীরা। স্থানীয় এক মহিলা তাকে দেখতে পেয়ে বাবু ডক্টরের সহযোগীতায় গাড়িতে তুলে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আফাজউদ্দিন কথা বলতে পারে না। তবে এসব ঘটনা তিনি বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে মেডিকেলে কাগজে লেখে এ প্রতিনিধিকে জানান। জানা যায়, কিছুদিন আগে ওই ইউপিতে ১৮-২০ টি গরু চুরি হয়। সেই সুবাদে ইউনিয়ন পরিষদ থেকে সবাইকে সর্তক থাকার জন্য বলা হয়। সেকারণেই রাতে স্থানীয় আব্দুর রহমানের দোকানে থাকা অবস্থায় পাচারকারী শহিদ, শরিফুল, নান্নু সহ৮-১০ জনকে দেখতে পায় আফাজউদ্দিন। পরে বিজিবি কোনোভাবে পাচারের খবর পায়। এটা পাচারকারী ৮-১০ জন শোনার পর তাকে সংঘবদ্ধ হয়ে মারধর করে। এসময় আফাজউদ্দিনের গলা, ডান পায়ের হাটু, পিটে গুরুতর আঘাত করা হয়। এবিষয়ে ইউপি সদস্য ওহাব বলেন, মারধরের ঘটনা সত্য। আমি অসুস্থ রংপুরে আছি।

এ-বিষয়ে জানতে চেয়ারম্যান ও অফিসার ইনচার্জকে ফোন দেওয়া হলে তারা রিসিভ করেননি।