Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 6 January 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ব্যালট ব্যতীত ভোটকেন্দ্রে যাচ্ছে বাকি মালামাল

ডেক্স রিপোর্ট
January 6, 2024 7:37 pm । ১৫৩ জন
ছবিঃ সংগৃহীত

Google News

রোববার( ৭ই জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এতে ব্যালট পেপার ব্যতীত স্বচ্ছ ব্যালট- সিলসহ বাকি নির্বাচনী উপকরণ কেন্দ্রগুলোতে বিতরণ শুরু হয়েছে ।

শনিবার( ৬ই জানুয়ারি) রেসিডেন্সিয়াল কলেজে সকাল ১১ টায় নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয় । এসব মালামাল নির্দিষ্ট আসনের ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে । তবে ব্যালট পেপার ভোট গ্রহণ শুরুর আগ মুহুর্তে পৌঁছে দেবে নির্বাচন কমিশন ।

এরইমধ্যে ঢাকার- ৪ আসন থেকে ঢাকা- ১৮ আসনের নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে । ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম স্বচ্ছ ব্যালট- সিলসহ নানা নির্বাচনী উপকরণ বিতরণ করছেন ।

এবিষয়ে রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম বলেন, আমাদের ১৫টি সংসদীয় আসনের ১৫ টি কেন্দ্র নির্ধারণ করা আছে । সেই কেন্দ্রগুলোতে নির্বাচনের মালামাল বিতরণ শুরু হয়েছে । প্রিজাইডিং অফিসাররা সেসব মালামাল গ্রহণ করছেন । আমাদের ১৫ টি আসনের মোট ভোটার ৫৬ লাখ ৩৩ হাজার ৯২২ জন । মোট প্রার্থী ১২৬ জন । মোট কেন্দ্র ২ হাজার ৯৯ টি । প্রিজাইটিং অফিসার ২ হাজার ৯৯ জন । সর্বমোট পোলিং পারসোনাল রয়েছে ৩৭ হাজার ৭৯৩ জন ।

ভোটারদের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতাকারীরাদের রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে । ভোটারদের বলতে চাই কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো সুযোগ থাকে নজরে আসা মাত্রই আমরা পদক্ষেপ নিব ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষ রয়েছে । ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ- আনসারের ১৫- ১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন । ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় পৌনে সাত লাখ সদস্য শুক্রবার( ৫ই জানুয়ারি) মাঠে নেমেছেন । এদিন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে নামেন । নির্বাচনী অপরাধের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন । কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষ রয়েছে । ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ- আনসারের ১৫- ১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন । ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় পৌনে সাত লাখ সদস্য শুক্রবার( ৫ই জানুয়ারি) মাঠে নেমেছেন । এদিন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে নামেন । নির্বাচনী অপরাধের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন । কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে ।