পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিত পায় পলাশ। আজ সকালে বাবা হওয়ার খবরটি পলাশ নিশ্চিত করে জানান, তিনি আজ (৩০ জুলাই) বাবা হয়েছেন। স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ও তার পুত্রসন্তান এখন ভালো আছে। আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটা বেসরকারি হাসপাতালে সন্তানের জন্মদেন তার স্ত্রী।
পলাশ আরও বলেন, আমি খুবই আনন্দিত আজ আমি বাবা হয়েছি। সন্তান ও তার মা এখন ভালো আছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
এর আগে আজ (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি হাসপাতালের চেক ইন দিয়ে পলাশ ফেসবুক পোস্ট দেন। সেখানে লিখেন ‘আলহামদুলিল্লাহ্’ ।