Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 31 July 2023
  • অন্যান্য

বদলগাছী তে মডেল মসজিদের শুভ উদ্ধোধন

Google News

আজ সকালে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সাথে তিনি সারা দেশে ৫ম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর অতিথিবৃন্দরা বদলগা়ছী মডেল মসজিদের ফলক উম্মোচন করেন।
এ উপলক্ষে বদলগাছী মডেল মসজিদে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর ,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, বদলগাছী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমামুল আল হাসান তিতু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম পল্টন, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা যায়, সারা দেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন হয়।