Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 8 June 2023
  • অন্যান্য

বজ্রপাতে নিহতের পরিবারকে ২৫০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা

Google News

বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নির্দেশনায় ২৫০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম ।

উল্লেখ্যঃ আজ বুধবার চিরিরবন্দরে বজ্রপাতে নূর আলম( ২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার সাইতারা ইউনিয়নে খোচনা গ্রামে নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে, নূর আলম চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের নয়াপাড়া গ্রামের জমির আলির ছেলে ।

স্থানীয়রা জানায়, চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের নুর আলম নয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়- বৃষ্টির কবলে পড়েন । পরে তিনি সড়কের পাশে একটি কদম গাছের নিচে দাঁড়ায় । এ সময় বজ্রপাত হলে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায় বলেন, বজ্রপাতে আহত অবস্থায় নূর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয় ।