বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নির্দেশনায় ২৫০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম ।
উল্লেখ্যঃ আজ বুধবার চিরিরবন্দরে বজ্রপাতে নূর আলম( ২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার সাইতারা ইউনিয়নে খোচনা গ্রামে নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে, নূর আলম চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের নয়াপাড়া গ্রামের জমির আলির ছেলে ।
স্থানীয়রা জানায়, চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের নুর আলম নয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়- বৃষ্টির কবলে পড়েন । পরে তিনি সড়কের পাশে একটি কদম গাছের নিচে দাঁড়ায় । এ সময় বজ্রপাত হলে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায় বলেন, বজ্রপাতে আহত অবস্থায় নূর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয় ।