Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 9 January 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ফেইসবুক লাইভে এসে ঠাকুরগাঁও-১ জাপার প্রার্থীর ভোট বর্জন

admin
January 9, 2024 4:44 pm । ১৪৫ জন

Google News

ঠাকুরগাঁও-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনিত এমপি পদ প্রার্থী লাঙ্গল প্রতীকের মো. রেজাউর রাজী ফেসবুক লাইভে এসে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে তার ফেসবুক আইডিতে লাইভে এসে ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান।

লাইভে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিলেন ভোট সুষ্ঠু হবে তাই আমরাও মনে করেছিলাম নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। কিন্তু আসলেই আওয়ামী লীগের অধীনে আর কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বিএনপির সঙ্গে তিনি একমত প্রকাশ করে বলেন, ‘বিএনপি যে বলছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আসলে তা সত্য। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছিল তাই আমরা মাঠে ছিলাম। আমরা মানুষের কাছাকাছি গিয়েছিলাম ও ভোট করেছি। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে আমরা সেটা আশা করেছিলাম। কিন্তু ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগ ধারি কিছু কুচক্রি মহল ও অতিউৎসাহী নেতা বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র দখলে নিয়ে জাল ভোট প্রয়োগ করেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করলেও কোন লাভ হয়নি। আমার কাছে মনে হয়েছে তিনি নিস্তেজ হয়ে গেছেন।’

এ ছাড়াও ভোট নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা জানিয়ে তিনি দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

dsk tv