Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 20 August 2023
  • অন্যান্য

ফুলবাড়ীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

Google News

দিনাজপুরের ফুলবাড়ীতে আম গাছে ওড়ান পেঁচিয়ে ফাস দেওয়া ঝুলন্ত এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

রবিবার ভোর ৬টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের পারুল গ্রামে ছাবের আলীর আমের বাগানে নিজের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁসি দেওয়া অবস্থায় লুৎফা বেগম(২৬) নামে এক জন গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ।
নিহত লুৎফা বেগম উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের মোঃ মোতালেব হোসেন এর স্ত্রী ও মোঃ লুৎফর রহমানের মেয়ে।

নিহতের নিকটতম আত্মীয় মোছাঃ নুরবানু জানান, লুৎফা বেগম বেশি কিছুদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন,আজ ভোরের স্থানীয় সাবের আলীর আম ও লিচু বাগানে আমের ডালে সাথে তার নিজের ব্যবহারিত ওড়ান পেঁচিয়ে ফাস দিয়ে আত্মহত্যা করেন। আমরা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়ে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং মর্গে প্রেরণ করি।