Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 20 October 2023
  • অন্যান্য

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে চরভদ্রাসনে মানববন্ধন

ফরিদপুর সংবাদদাতা
October 20, 2023 4:40 am । ১৮৬ জন

Google News

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চরভদ্রাসন সদর বাজার চত্বরের প্রধান সরকের দুই পাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় মাদ্রাসার ছাত্ররা ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।আয়োজন করেন উপজেলা উলামা পরিষদ।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড।

মুফতি মোঃ জাকারিয়ার সভাতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমোতালেব হোসেন মোল্লা ,হাফেজ আব্দুল মান্নান,ব্যাবসায়ী শহীদুল ইসলাম মোল্লা,মুফতি শফিউলস্নাহ,মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা আ:জব্বার,মাওলানা মোঃজহিরম্নল ইসলাম ও মুফতি মোঃছালাহউদ্দিন প্রমুখ।

বক্তারা মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস ও ফিলিস্থিন মুসলমানের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গনহত্যার প্রতিবাদ জানান। এছাড়া বিভিন্ন সাহায্য সহযোগীতা নিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্থন মুসলমানদের পাশে দাড়ানোর আহ্ববান জানান।

মুফতি সেলিম হুসাইন এর সঞাচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজীডাঙ্গী মাদ্রাসার পিন্সিপাল হাফেজ নোমান মানসুর।