Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 30 October 2023
  • অন্যান্য

ফরিদপুরে ১০০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ফরিদপুর জেলা সংবাদদাতা
October 30, 2023 11:30 am । ৬৩ জন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা-ইলিশ সংরক্ষণে দিনভর অভিযানে ১০০০০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ টি চায়না দুয়ারী এবং ২কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

Google News

 

রবিবার (২৯ অক্টোবর)  সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 

অভিযানের ট্রলার দেখে নৌকা ও জাল ফেলে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত জেলেদের কাউকে আটক করা যায়নি।

অভিযানে অবৈধ কারেন্ট জাল আনুমানিক ১০০০০ মিটার, ৫ মিটার চায়না দুয়ারী এবং প্রায় ২ কেজি (৭ পিস) ইলিশ মাছ জব্দ করে।অবৈধ জাল জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদ মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,চরভদ্রাসন,ফরিদপুর। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী জেলেদের কোনো ছাড় দেওয়া হবে না।

২ নভেম্বর পর্যন্ত আমরা নদীতে আছি। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারে নামলেই জেল-জরিমানার পাশাপাশি নৌকা-জাল বাজেয়াপ্ত করা হবে।