Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 20 July 2023
  • অন্যান্য

ফরিদপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল-আরোহী নিহত

Google News

ফরিদপুরে খুলনা-ফরিদপুর মহাসড়কের কানাইপুরে একটি বাসের চাপায় এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কানাইপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিরাজ হোসেন (২২)। তিনি শহরের বদরপুরের মোহাম্মদ আলীর ছেলে।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান ঘটনারসত্যতা নিশ্চিত করে জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিরাজ নিহত হন। মোটরসাইকেলটির অপর আরোহী সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

dsk tv