Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 24 October 2023
  • অন্যান্য

ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

বাগেরহাট সংবাদদাতা
October 24, 2023 8:21 am । ৭৮ জন

Google News

“ইদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রোববার (২২ অক্টোবর)  বিকেলে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টার চত্ত্বরে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, বেল্লাল হুসাইন, প্রদীপ কুমার মন্ডল, সোলাইমান আলী মন্ডল, বিপুল পাল, অভিজিৎ গাইন, দেবদাস বালাসহ বিভিন্ন কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।

dsk tv