Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 18 February 2024
  • অন্যান্য

প্লেসের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
February 18, 2024 9:53 pm । ৬৮ জন

অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার শেরপুর মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়।

এসময় প্রধান অতিথি মহোদয় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরবর্তীতে প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে প্রধান অতিথি মহোদয় পুরস্কার বিতরণ করেন।

এসময় আরআই পুলিশ লাইন্স মোঃ আজিবর রহমান, ওসি এমটি মোঃ নাছিমুল হায়দার, পুলিশ পরিদর্শক জনাব মনজুরুল হক সহ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষার্থী, অভিভাবকগণ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।