Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 3 June 2023
  • অন্যান্য

প্রেমিকের স্ত্রীকে কেনো মা বলেন জাহারা মিতু

Google News

কাজী হায়াৎ পরিচালিত চরম ফ্লপ ছবি’ জয় বাংলা’ দিয়ে ব্যর্থ নায়িকার তকমা পাওয়া চিত্রনায়িকা জাহারা মিতু নানান ভাবে সমালোচিত ও বিতর্কিত । এই ফ্লপ নায়িকা চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে প্রেম করছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে । এর ওপর প্রেমিক পরিচালক শাহীন সুমনের স্ত্রীকে তিনি মা সম্বোধন করে নতুন করে সমালোচিত হয়েছেন মিতু । তার এই কথা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রল হচ্ছে ।

খোঁজ নিয়ে জানা গেছে, গেলো প্রায় দেড় বছর ধরে জাহারা মিতু ও শাহীন সুমনের দুরন্ত প্রেম নিয়ে উড়ন্ত খবর চলচ্চিত্রের আকাশে- বাতাসে ভাসছিল । শোনা যায়, ওই সময় টানা ১৩ ছবির ফ্লপ নায়ক বাপ্পি চৌধুরীর পর্দাপ্রেমিকা হিসেবে শাহীন সুমনের পরিচালনায়’ কুস্তিগীর’ নামের একটি ছবিতে অভিনয় করেন মিতু । ওই ছবিতে অভিনয় করার আগে এই নায়িকার প্রেমিকের খাতায় নাম ছিল বাপ্পি চৌধুরীর । কিন্তু কুস্তিগীর ছবির আউটডোর শুটিংয়ে গিয়ে মিতুর প্রেম রোম্যান্স এর হিসেব পাল্টে যায় । বাপ্পিকে ছেড়ে বাপ্পির ওস্তাদ শাহীন সুমনের সঙ্গে তিনি অন্তরঙ্গ হয়ে ওঠেন । শোনা যায়, বাপ্পির আগে তরুণ ও সুদর্শন নাট্য নির্মাতা রাহাত মাহমুদের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন জাহারা মিতু । কিন্তু মিতুর উড়নচণ্ডী স্বভাবের কারণে তাদের সম্পর্ক টিকেনি । কিছুদিন আগে রাহাত মাহমুদ ছোটপর্দার এক নবাগতাকে বিয়ে করেছেন ।

জানা যায়, শাহীন সুমনের মগবাজারের অফিসে প্রায়শঃ আড্ডা মারেন জাহারা মিতু । ওই সময়ে দীর্ঘ সময় ধরে গভীর রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন । তাদের এই গোপন অভিসারে শুরুতে বাপ্পি উপস্থিত থাকলেও ওস্তাদ শাহীনের সঙ্গে প্রেমিকার প্রণয় গড়ে ওঠার কারণে তিনি সেখানে যাওয়া বাদ দেন । আর এখন তো গুরু- শিষ্যের মাঝে সাপে নেউলে সম্পর্ক চলছে কুস্তিগীর ছবির টাকা শাহীন মেরে দেওয়ার কারণে । বাপ্পি তার ঘনিষ্ঠজনদের কাছে অভিযোগ করেছেন কুস্তিগীর ছবির প্রযোজককে লগ্নিকৃত টাকা ফেরত না দিয়ে ছবিটি নাকি শাহীন দুই জায়গায় বিক্রি করে দিয়েছেন । গেলো রোজার সময় এটা নিয়ে এফডিসিতে গুরু- শিষ্যের সঙ্গে চরম উত্তপ্ত বাক্য বিনিময়ও নাকি হয়েছে ।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে নয়াপ্রেমিক শাহীন সুমনের বাহুলগ্না হয়ে কলকাতায় যান জাহারা মিতু । সেখানে তারা পাঠান ছবি দেখতে গিয়ে কলকাতা নিউ মার্কেট এলাকায় বাংলাদেশী একজন সাংবাদিকের নজরে পরেন । পরে বিষয়টি জানাজানি হয়ে যায় । এরপর গেলো সপ্তাহেও তারাদু’জন কলকাতায় যান । এবার তাদের সঙ্গী ছিলেন গেলো ঈদে মুক্তি পাওয়া ফ্লপ ছবিশত্রু’র প্রযোজক সুনীল ঘোষ শুভ । খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে তারা গিয়েছিলেন কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের জন্য । তবে ছবিটি নির্মাণ নিশ্চিত নয় বলে কলকাতার একটি সূত্রে জানা গেছে ।

কয়দিন আগেই শাহীন সুমনের সঙ্গে প্রেমের বিষয়ে একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় জাহারা মিতুকে । তিনি উত্তরে বলেন, এমন মিথ্যা গুজব কারা ছড়ায়, কেনো ছড়ায় বোধগম্য নয় । তারা কোত্থেকে এমন তথ্য পায়, ভেবেই অবাক হই । ওই সাক্ষাৎকারের উপস্থাপক সাংবাদিক মিতুকে পাল্টা প্রশ্ন করেন, আপনারাদু’জনে নাকি কয়দিন আগে কলকাতাও গিয়েছিলেন । এর উত্তরে মিতু আরও অবাক হওয়ার প্রতিক্রিয়া জানান । তিনি বলেন, আমি শাহীন ভাইয়ের স্ত্রীকে মা বলে সম্বোধন করি, তার রান্না করা ভাত খাই । এমন গুজব কারা ছড়ায়? জানা গেছে, প্রেমিক পরিচালক শাহীন সুমনের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় মিতু পোস্ট করেন । ওই পোস্টে মিতু তাকে ভাবিমা বলে সম্বোধন করেন ।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান মহাসচিব শাহীন সুমন শুধু জাহারা মিতুর সঙ্গে অসম বয়সী প্রেম নিয়েই শুধু সমালোচিত নন । এফডিসির বকেয়া ত্রিশ লাখ টাকা ফেরত না দেওয়ার ঘটনায়ও চরম বিতর্কিত এখন । এফডিসি প্রশাসন সূত্রে জানা গেছে, পুরনো তিনটি ছবি নির্মাণ বাবদ এফডিসি তার কাছে ত্রিশ লাখ টাকা পাওনা । মূলত এফডিসির কাছে ঋণখেলাপি হওয়ার কারণেই শাহীন সুমন পরিচালিত কোনো ছবিতে পরিচালক হিসেবে তার নাম যায় না । কারণ, এফডিসির আইনানুযায়ী কোনো ঋণখেলাপি তার ছবির জন্যে অনাপত্তি পত্র পান না । যাই হোক, জাহারা মিতুর সঙ্গে প্রেম এবং এফডিসির বকেয়া ত্রিশ লাখ টাকার বিষয়ে শাহীন সুমন এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি ।