একটি পরিবারের সব কিছু দেখাশুনার দায়িত্ব থাকে একজন কর্তা ব্যক্তির উপর । সে হয়তো একজন স্বামী, বাবা, নয়তো সংসারের বড় ছেলে । যখন সে দায়িত্ব পালনে ব্যর্থ হয় । শত চেষ্টা করেও তার বুদ্ধি, অতি সরলতার কারনে বারবার প্রতারণার স্বীকার হতে হয় । তখন সংসারের হাল ধরেন একজন নারী । তিনি হয়ে যান পরিবারের কর্তা । তার ইশারায় চলে পরিবার । তার অনেক অন্যায় দেখে চুপ করে সায় দেয়া ছাড়া কিছুই করার থাকে না পরিবারের অন্য সদস্যের । চরিত্র দুটির পর্দা নাম মকবুল ও চমক । স্বামী মকবুল যখন বিজনেসে লস খেয়ে সংসারের হাল ধরতে ব্যর্থ, তখন পরিবারের হাল ধরতে বিদেশ পাড়ি জমান স্ত্রী চমক । একজন নারী বিদেশে কর্মক্ষেত্র সহজ বিষয় নয় । অনেক কিছু মোকাবেলা করে এগোতে হয় তাকে । বিদেশ থেকে ২ মাসের ছুটিতে যখন গ্রামে আসেন চমক । তখন তিনি মর্ডান মেয়ে হয়ে ফিরে আসেন । চলাফেরা শুরু করেন সেভাবেই । যা তার শ্বশুর- শাশুড়ী এবং গ্রামের লোকজনের কাছে অপছন্দের । এমনই দুই চরিত্র নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন আনোয়ার হোসেন ও সুস্মিতা সিনহা ।
দুই জনপ্রিয় মুখকে নিয়ে ‘ প্রবাসী হিপহপ বউ ’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহফুজ ইসলাম । এর গল্প ও চিত্রনাট্য নির্মাতারই লেখা ।
মাহফুজ জানান, গল্পটি আমাদের সমাজের চিত্রকে ফুটিয়ে তুলবে । এই গল্পটি সমাজকে বার্তা দিবে । সবাইকে চোখে আংগুল দিয়ে বুঝিয়ে দিবে, সংসার পরিচালনা করতে গেলে পুরুষদের পুরুষত্ব নিয়ে সংসার পরিচালনা করতে হয় । একজন পুরুষের পুরুষত্ব হলো তার উপার্জনের টাকা, যে টাকা দিয়ে পরিবারের সবার ভরনপোষণের দায়িত্ব নিবে । আশা করছি নাটকটি দেখে অনেক কিছু শিখবে দর্শকেরা, তেমনি ভেতর থেকে অনুভব করবেন ।
অভিনেতা আনোয়ার জানান, আমার চরিত্রটি আমি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছি । সমাজের এমন অনেক পুরুষ আছেন । নাটকটি দেখে অনেক কিছুর প্রশ্নের উত্তর পাবে । সামনে আরো এরকম শিক্ষনীয় গল্প নিয়ে হাজির হবো । এই ঈদে আমার ডজনখানেক নাটক মুক্তি পাবে বিভিন্ন চ্যানেলে । আশা করি সবাই দেখবেন ।
জানা গেছে, সাউন্ড ভিশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে’ প্রবাসী হিপহপ বউ’ নাটকটি । নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আনোয়ার হোসেন, সুস্মিতা সিনহা, মুকিত জাকারিয়া, অনুভব মাহাবুব, সীমান্ত আহমেদ, রকি খান, জেরিন খান রত্না, ফারগানা মিল্টন প্রমুখ । চিত্রগ্রহণে ছিলেন শরীফুল আলম সনেট । সম্পাদনা করেছেন ফখরুল ইসলাম । নাটকটির আবহ সংগীত করেছেন এসময়ের আলোচিত মিউজিক কম্পোজার সজিব দাস ।