শুধুমাত্র শান্তিতে নোবেলই নয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ব্যক্তিজীবনে ভূষিত হয়েছেন শতাধিক পুরস্কারে। ঠিক তেমনি শুধু রাজনৈতিক পরিমন্ডলেই নয়, জীবন্ত এই কিংবদন্তি বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনেও সম্মানিত। আর খেলাধুলার প্রতিও বাংলাদেশ সরকারের এই প্রধান উপদেষ্টার আগ্রহও কোন অংশেই কম না। এরই মধ্যে দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, আসন্ন বিপিএলের প্রতি সরাসরি আগ্রহ দেখিয়েছেন তিনি। আর তাই নতুনত্বের ছোঁয়া পেতে যাচ্ছে এবারের আসর।
জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন টুর্নামেন্টে তুলে ধরা হবে জুলাই বিপ্লবে শহীদদের নানা জানা-অজানা নাম। এছাড়াও অনেকেই ধারণা করছেন, বিপিএলের ১১তম আসর অন্য সব আসরগুলোকে ছাড়িয়ে যাবে। সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় এই আসরের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে প্রতিটি জেলায় মেলাসহ নানা আয়োজনের উদ্যোগও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও দেশ-বিদেশের বিনোদন জগতের তারকারা থাকবেন আসর আলো করতে।
জানা যায়, এবারের বিপিএলে অংশ নেবে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল। বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী গড়ে তোলা হচ্ছে উৎসবমুখর পরিবেশ।
বিসিবি চায়, বিপিএলের মাধ্যমে জুলাইয়ের বিপ্লবকে তুলে ধরতে। আরও বেশ কিছু নতুনত্ব থাকছে এবারের আসরে। যেমন, মাঠে উপস্থিত প্রতিটি দর্শকই পানি পান করতে পারবেন বিনামূল্যে। আবার স্টেডিয়ামের বাইরেও বড় স্ক্রিনে থাকছে খেলা দেখার ব্যবস্থা। পাশাপাশি প্রতিটি ভেন্যুতেই হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান যেখানে আনা হতে পারে দেশী-বিদেশি তারকাদের। এবারই প্রথমবারের মতো থাকছে বিপিএলের মাসকট।
Leave a Reply