জানা যায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে গঠিত ইটনা থানার একটি চৌকস টিম এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল-আজাদ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক থাকা আসামি মো. রবিকুল ইসলাম (৩৪), পিতা- মৃত নায়েব আলী, সাং- পনদুলন, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জকে ২৭-০৭-২০২৩ খ্রি. রাত০২টা ২০মিনিট ঢাকা মেট্রোপলিটনের বংশাল থানা এলাকা হতে গ্রেফতার করে। আসামি মো. রবিকুল ইসলাম (৩৪) গ্রেফতার এড়াতে দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে ছিলেন।
আসামি মো. রবিকুল ইসলাম (৩৪) নিম্নবর্ণিত ১টি মামলায় সাজাপ্রাপ্ত-
১। নেত্রকোণার কেন্দুয়া থানার মামলা নং-১৭(১২)১৩, ধারা- ১৯(১) এর টেবিল ৭(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০। অত্র মামলায় আসামি মো. রবিকুল ইসলাম (৩৪) ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
আসামিকে বিধি মোতাবেক ২৭-০৭-২০২৩ খ্রি. বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।