Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 1 September 2023
  • অন্যান্য

পীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে কাওসার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভোমরাদহ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোমরাদহ রেল ষ্টেশনের কাছে পৌছালে ট্রেনের ছাদে ভ্রমন করা এক যুবক লাফ দেয় এবং রেল লাইনের দুই নাম্বার লাইনের সাথে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব আলী সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।