1. mdsabbirzamader7@gmail.com : admin :
পিটুনিতে অটোচালকের মৃত্যু, এসআইসহ ৪ পুলিশ সদস্য ক্লোজড - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

পিটুনিতে অটোচালকের মৃত্যু, এসআইসহ ৪ পুলিশ সদস্য ক্লোজড

কিশোরগঞ্জ প্রতিনিধি
    Update Time : Saturday, January 11, 2025
  • 73 Time View
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে ইয়াসিন মিয়া (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে ইয়াসিন মিয়া (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

 

যারা ক্লোজড হয়েছেন সেই সব পুলিশ সদস্যরা হলেন- কটিয়াদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. নাহিদ হাসান, এএসআই মো. মস্তুফা মিয়া ও কনস্টেবল মো. আশরাফুল ইসলাম।

 

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ফেকামারা এলাকার চিহ্নিত মাদক কারবারি লিটন মিয়ার বাড়িতে পুলিশের চার সদস্যের একটি চৌকস দল অভিযান চালানোর সময় বাড়িতে থাকা সবাই দৌড়ে পালিয়ে যায়। ওই বাড়িতে অবস্থান করে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালক ইয়াসিন মিয়া দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে একজন ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷

 

এই বিষয়ে পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, অভিযানে অংশ নেওয়া এসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ফেরত আনা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন৷তবে এই ঘটনার পরপরই নিহত ইয়াছিনের স্ত্রী ও পরিবারের লোকজন ইয়াছিনকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তোলেন অভিযানে অংশগ্রহণ করা চার পুলিশ সদস্যের বিরুদ্ধে।এখন পর্যন্ত অভিযোগ কারীর পক্ষ থেকে কোন মামলা করা হয়নি ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫