Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 5 August 2023
  • অন্যান্য

পাকুন্দিয়ায় ০৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Google News

০৪ (চার) কেজি গাঁজাসহ পাকুন্দিয়া থানার দক্ষিণ খামা এলাকায় ৪-৮-২৩ইংতারিখে অভিযান চালিয়ে মো. রনি (২১) এবং মো. মুন্না হোসেন (২২)দ্বয়কে গাঁজা বিক্রয় করার সময় পাকুন্দিয়া থানা পুলিশ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মো. রনি (২১) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুড়াতলা এলাকার মো. সবুজ মিয়ার ছেলে এবং আসামী মো. মুন্না হোসেন (২২) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ কর্তৃক ০৪-০৮-২০২৩ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত ১টা ৪৫ মিনিটে মাদকসহ জব্দ করা হয়৷ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।