Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 26 September 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে বিলের খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

জয়পুরহাট সংবাদদাতা
September 26, 2023 12:00 pm । ১৭০ জন
ছবিঃ দৈনিক সত্যের কণ্ঠ

Google News

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক বিলের খাল থেকে ববিতা খাতুন নামে (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় ঝিনাইগাড়ী খাল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ববিতা খাতুন উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় রাতে ঘুমাতে যান ববিতা খাতুন। সোমবার রাত ১১টার দিকে তাকে ঘরে না পেয়ে খোঁজতে থাকে পরিবারের সদস্যরা। পরের দিন একই এলাকার ঝিনাইগাড়ী বিলের খালে এক মেয়ের লাশ দেখতে পায় স্থানীয়রা। ওই লাশের মাথাসহ শরীর পানিতে ডুবে ছিল। এছাড়াও ওই লাশটির কোমড়সহ দুই পা উপরের দিকে ছিল। গলায় ওড়নার গিট দিয়ে পেঁচানো ছিল। সেসময় পরিবারের সদস্যরা লাশটি ববিতা খাতুনের বলে সনাক্ত করে।পরে স্থানীয়র সংশ্লিষ্ট থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দৈনিক সত্যের কণ্ঠ কে জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।