Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 14 February 2024
  • অন্যান্য

পাঁচবিবিতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট সংবাদদাতা
February 14, 2024 11:36 pm । ৫২ জন

Google News

চলতি বছরের ৭ ই জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়পুরহাট-১ আসনে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) নির্বাচন পরবর্তী নৌকা মার্কার সমর্থক ও নেতা কর্মীদের সাথে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু মতবিনিময় সভায় মিলিত হন।
১৪ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর উইনিয়ানের ঐতিহাসিক পাথরঘাটা ঈদগা ময়দানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি রাজা চৌধুরী,সহ সভাপতি জাহিদুল আলম বেনু, জেলা আওয়ামীলীগ নেতা কৃষিবিদ তুহিন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনি পেশার আনুমানিক ৭০০০ থেকে ৮০০০ হাজার লোকজন উপস্থিত ছিলেন।