Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 21 August 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৪৬) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এসময় ভ্যানে থাকা রাব্বী (৮) নামে এক শিশু আহত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের শিমুলতলী বাজারে জয়পুরহাট সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার শুন্য রেখায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ বাসসহ চালক লিটনকে (৪০) আটক করেছে। নিহত ভ্যানচালক পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানায়, হাফিজুর তার ভ্যানে যাত্রী নিয়ে জয়পুরহাট সদর থেকে আসার পথে শিমুলতলী নামক স্থানে পৌছিলে দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক এন্টারপ্রাইজের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যান। ভ্যানের যাত্রী রাব্বি গুরুত্বর আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত গোলাম সারওয়ার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাস ও বাস চালককে আটক করা হয়েছে।