Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 26 June 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

Google News

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরের আড়ার সাথে রশি বেধে গলায় ফাঁস দিয়ে লিমন( ১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে ।

আজ সোমবার( ২৬ জুন) সকালে উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামে এঘটনা ঘটে । লিমন ঐ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ভাগিনা নিহত কিশোর পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা সদরে তার বাবার বাড়ী|

স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন মামুন জানান, লিমনের বাবা- মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে তার নানার বাড়িতে থাকত । পরে তার নানা মারা গেলে নানি তাকে দেখাশোনা করেন গত ২৫ জুন রাত আনুমানিক ১০. টার সময় খাওয়া- দাওয়া শেষ করে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে । সকালে ঘুম থেকে না ওঠায় তার নানি লিমনকে ডাকতে গিয়ে দরজা খুলে দেখেন ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে মরদেহ ঝুলে আছে । খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন ।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ( ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

dsk tv