Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 11 October 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা মহিলার মৃত্যু

জয়পুরহাট সংবাদদাতা
October 11, 2023 5:55 am । ১১৭ জন
প্রতীকী ছবি

Google News

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মমেছা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর রাতে সাড়ে ৩টার দিকে উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমেছা বেগম উপজেলার বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসাইন জানান, দীর্ঘদিন থেকে মাথার সমস্যায় ভুগছিলেন মমেছা বেগম। রাতে ঘুমিয়ে গেছিলেন। শেষ রাতের সময় বাইরে গেছেন সেটা পরিবার জানে না। ওই রাতেই ট্রেনে কাটা পড়ে মারা যান। ভোরে তার লাশ পাওয়া যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।