জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০০ (পাঁচশত) পিচ নিষিদ্ধ ট্যাবলেট (ট্যাপেন্টাডল ট্যাবলেট) সহ একজন(০১) মাদক ব্যবসায়ী গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) আনুমানিক বেলা ১১.০০ ঘটিকায় উপজেলার বালিঘাটা ইউনিয়নের অন্তর্গত নওদাঁ বাজার এলাকা হইতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
গ্রেফতারকৃত হলেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঘোংড়া মধ্যপাড়া গ্রামের মৃত-ছাইদুর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম(৩০)।
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নুরে আলম এর দিক নির্দশনায় গোয়ান্দা শাখার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদাঁ বাজার এলাকা হইতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃফারুক হোসেন,এসআই(নিঃ) মোঃ সাখওয়াত হোসেন, ও সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।