পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চর কাজলে শিক্ষার আলো ছড়াতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে ১৩ মে (সোমবার) সকাল ১০ ঘটিকায় ১৯৫ নং চর কাজল পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। অনুষ্ঠানে কোডেক ২৫০ জন শিক্ষার্থীকে স্কুল বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গলাচিপা, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এলাকা ব্যবস্থাপক (রাঙ্গাবালী) মোঃ জাকির হোসেন।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর শাখা ব্যবস্থাপক (চর বিশ্বাস) মোঃ আল-আমীন মল্লিক।
মোঃ হাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক চর কাজল শাখা। আরো উপস্থিত ছিলেন চর কাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, চর কাজল পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
ব্যাগ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মহিউদ্দিন আল হেলাল বলেন, আমার ভালো লাগার স্থান শিক্ষা প্রতিষ্ঠান। আমি আমার কাজের ফাঁকে সময় পেলেই ছুটে যাই শিক্ষা প্রতিষ্ঠানে। সময় কাটাই কোমলমতি শিশুদের সাথে। বিদ্যালয় কতৃপক্ষকে উদ্দেশ্য করেন তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে একদিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করুন। তাদের মাঝে জ্ঞানমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করুন, আমি আমার স্থান থেকে সকল সহাযোগিতা করবো। তিনি আরো বলেন, সকল অভিভাবকদের সচেতন হতে হবে, সকল ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে হবে। আপনি বাংলা না পড়তে পারলেও আপনার লক্ষ থাকবে আপনার সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হবে। তাই আপনাদের উচিৎ আপনাদের সকলের সন্তানকে বিদ্যালয়ে পাঠানো।