Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 20 July 2023
  • অন্যান্য

পটুয়াখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Google News

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাসাবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ২ নং ওয়ার্ডের জোরপুল নামক এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

জানা যায়, মৃত মোঃমন্নান ফকির মৃত আঞ্জর আলী ফকিরের ছেলে এ ঘটনায় ছোট ভাই ফারুক ফকিরকে আটক করেছে দশমিনা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়,মৃত মান্নান ফকির ও ফারুক ফকির আঞ্জর আলি ফকিরের দুই ছেলে ঘটনার আগে বড় ছেলে মান্নান ফকির ও ছোট ছেলে ফারুক ফকির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে ছোটো ভাই মো ফারুক ফকির ধারালো ছুরি দিয়ে মান্নান ফকির কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পরে স্থানীয় লোকজন ও স্বজনদের সহযোগিতায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করে।পরিবার ও স্বজন সূত্রে জানা যায় ফারুক ফকির মানসিক ভাবে ভারসাম্যহীন সে কোনো উদ্দেশ্য প্রণোদিত কারনে এ ঘটনা ঘটায় নি মানসিক সমস্যার থাকায় ফারুক ফকির এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন মান্নান ফকিরের পরিবারের সদস্যরা।

dsk tv