নীলফামারীতে গোপন সংবাদের ভিত্তিতে ৯ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান( RaB) 13 সিপিসি ২ নীলফামারীর আভিযানিক একটি দল ।
সোমবার রাতে নীলফামারীর ডিমলা উপজেলার খলিশা চাপানি ইউনিয়ন এর ডালিয়া নতুন বাজার এলাকায় তাকে আটক করে RAB ।
আটককৃত শহিদুল ইসলাম( ২২) উক্ত ইউনিয়ন এর বাইশপুকুর এলাকার মুক্তার হোসেন এর ছেলে । এবিষয়ে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ১৩ সিপিসি ২ নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক( মিডিয়া) লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন গোপন একটি সংবাদের মাধ্যমে আমাদের একটি টিম সোমবার রাতে ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজারে অভিযান পরিচালনা করে একজন মাদকব্যবসায়ীর কাছ থেকে ৯ কেজি গাঁজা সহ আটক করে পরে ডিমলা থানায় একটি মামলা করে আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে ।
এদিকে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন সোমবার রাতে র্যাব ১৩ একজন মাদকব্যবসায়ী কে ৯ কেজি গাঁজা সহ আটক করে আজকে একটি মামলা করে তাকে থানায় সোপর্দ করেছে ।