Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 13 June 2023
  • অন্যান্য

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শাহজাহান ভুলু

Google News

পলাশবাড়ী পৌর শহরের সকলের পরিচিত মুখ সদা হাস্যজ্জল সাংবাদিক শাহজাহান ভুলু সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে

পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক শাহজাহান ভুলু পৌর শহরের হরিনমারী গ্রামের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়স্বজন’রা । দুপুর সাড়ে ৩ টার দিকে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।

সাংবাদিক শাহজাহান ভুলু পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন । তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন ।

মরহুমের নামাজে জানাযা সোমবার সকাল ৯টায় পলাশবাড়ীস্থ দক্ষিন বন্দর তেলের পাম্প সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায় তাঁর মৃত্যুতে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান