Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 10 June 2023
  • অন্যান্য

নানার বাড়িতে ধর্ষণের শিকার আট বছরের শিশু

প্রতীকী ছবি

Google News

পঞ্চগড়ের দেবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে। সাড়ে আট বছরের এক শিশু মেয়ে কে ধর্ষণের অভিযোগ উঠেছে।  গতকাল শুক্রবার (৯ জুন) এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

ঘটনাটি ঘটে উপজেলার ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবার ডাঙ্গাপাড়া এলাকায়। অভিযুক্তরা হলেন- একই গ্রামের শাহা আলমের ছেলে নয়ন ইসলাম ও আব্দুল বারেকের ছেলে কামাল হোসেন।

মেয়েটির মা বলেন, গত রবিবার (৪ জুন) মেয়েটি তার মা এবং দুই ভাইসহ নানা বাড়িতে বেড়াতে আসেন। বুধবার (৭ মে) বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল।

এই সময় নয়ন ও কামাল মেয়েটিকে খেলার কথা বলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে নেয়। পরে কামাল ও নয়ন মেয়েটিকে পর্যায়ক্রমে ধর্ষণ চেষ্টা করে।

মেয়েটি কান্নাকাটি শুরু করলে নয়ন ও কামাল তাকে বিষয়টি বাসায় না জানাতে হুমকি দেয়। এতে মেয়েটি ভয় পেয়ে বাসায় কাউকে ঘটনার দিন কিছু বলেনি।

শুক্রবার (৯ জুন) মেয়েটির যৌনাঙ্গে ব্যাথা শুরু হলে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। ঘটনার বিবরণ শুনে মেয়েকে তার মা দেবীগঞ্জ-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. বনশ্রী রায় প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।

সদর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম এমু বলেন, বিষয়টি শুনে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগীর সাথে দেখা করেছি। শিশুটি আমাকে ঘটনার বিবরণ জানালে তাৎক্ষণিক আমি বিষয়টি পুলিশকে জানাই।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, আমরা এজাহার পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।