Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 13 August 2023
  • অন্যান্য

নতুন দল বিএনএম ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়

ডেক্স রিপোর্ট
August 13, 2023 3:18 pm । ১৭৫ জন
ছবিঃ সংগৃহীত

Google News

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন( বিএনএম) । নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথাও জানিয়েছেন নতুন নিবন্ধন পাওয়া দলটির আহ্বায়ক আব্দুর রহমান খোকন ।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের( ইসি) নিবন্ধন পায় বিএনএম । আজ শনিবার মহাখালীতে দলের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনএমের নেতারা ।
বিএনএমের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টিকেও( বিএসপি) নিবন্ধন দিয়েছে ইসি ।

বিএনএমের আহ্বায়ক আব্দুর রহমান খোকন বলেন, ‘ জনগণের স্বার্থে নির্বাচন হলে বিএনএম আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে । সাড়া দেশে ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করে ফেলেছি । ’

তিনি বলেন, ‘ নির্বাচন কমিশনের সব শর্ত মেনেই আমরা নিবন্ধন পেয়েছি । উপজেলা, জেলা পর্যায়ে অফিস ও কমিটি রয়েছে । সেই তালিকা আমাদের কাছে আছে, চাইলে আপনারাও দেখতে পারেন । যারা আমাদের সমালোচনা করছেন তাঁদের রুচি নেই । রুচিহীনরাই কথা বলছেন । ’

একটি বিরোধী রাজনৈতিক দলের নামের সঙ্গে মিল রেখে দলের নামকরণ হয়েছে কি না — এমন প্রশ্নের জবাবে বিএনএমের আহ্বায়ক খোকন বলেন, ‘ জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ স্বাধীন হলেও দেশে বেশির ভাগ জায়গায় জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়নি । আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি । তাই দলের নামে জাতীয়তাবাদ রাখা হয়েছে । ’

বিএনএমের সদস্যসচিব মেজর( অব.) মুহাম্মদ হানিফ বলেন, ‘ জাতীয়তাবাদ শুধু বিএনপির একার নয় । জাতীয়তাবাদ পরিচয় নিয়েই আমরা দল গঠন করেছি । বাংলাদেশ নাম দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত ছিল । তাই কিছুটা মিল থাকতে পারে বিএনপির সঙ্গে । ’

এদিকে নিবন্ধন পাওয়া অপর দল বিএসপি আজ মোটর শোভাযাত্রা করে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে । এর আগে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি ।