নড়াইল সদর পৌরসভার ২০২৩- ২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে । ৮৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮শ ৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । এর মধ্যে রাজস্ব খাত থেকে প্রায় ১০ কোটি, উন্নয়ন খাতে ২ কোটি এবং প্রকল্প থেকে প্রাপ্ত ৭৭ কোটি টাকা ।
বৃহস্পতিবার( ২২ জুন) দুপুরে নড়াইল সদর পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আঞ্জুমান আরা ।
এসময় পৌর মেয়র আঞ্জুমান আরা বাজেট পেশ অনুষ্ঠানে ক্ষোভের সঙ্গে বর্তমান বাজেট বাস্তবায়নে নানা পক্ষের বাধার কথা উল্লেখ করেন । তিনি বলেন, মডেল পৌরসভা করতে সব ধরনের উন্নয়ন কাজ করার অর্থ আমাদের আছে, কিন্তু একটি পক্ষ উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করছে । বাধার কারণে পৌরবাসীর চাহিদামতো কাজ করতে না পারলে এর দায়ভার আমি নেব না ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, কাউন্সিলর শরফুল আলম লিটু, বাস- মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো প্রমুখ ।
এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির, কাউন্সিলর ইপিরানী বিশ্বাস, রাজু মোল্যাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।