Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 14 September 2023
  • অন্যান্য

নড়াইলে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

Google News

নড়াইলে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নড়াইল সদর উপজেলার ১৩৯ নং কমলাপুর উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নড়াইল সদার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডাঃ সিদ্দিকুর রহমান, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত সাহা, জেলা সাংবাদিক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, ও স্কুলের শিক্ষকবৃন্দ ও কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দ।