Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 9 August 2023
  • অন্যান্য

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Google News

নড়াইলে সড়ক দুর্ঘটনায় হানিফ মোল্যা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো একজন।

গত মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নড়াইল-নওয়াপাড়া সড়কে সদর উপজেলার গোবরা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের হামিদ মোল্যার ছেলে। আহত অপর ব্যক্তি হলেন একই গ্রামের মুন্না। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দাদিকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে গোবরা ব্রিজের কাছে পৌঁছালে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন দিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা। এ সময় হানিফ মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে আহত মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, তার অবস্থা আশংকজনক।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পরই চালক ও হেলপার পলাতক রয়েছে।