Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 16 January 2024
  • অন্যান্য

নড়াইলে শুরু হল পৌষ মেলা

প্রতি বছরের ন্যায় এবছরেও নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে আফরা নদীর ত্রিমোহনি হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থানে পৌষ মেলা অনুষ্ঠিত।

১৫ জানুয়ারি অর্থাৎ পৌষের শেষদিন হিন্দু মুসুলিম খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়য়ে মিলন মেলা হয়।প্রথম দিন আফরা নদীর তীরে ও দ্বিতীয় দিন শেখহাটি কালিবাড়ি মেলা বসে থাকে।

মানুষের মনের বাসনা পুরন করতে মানথ করা হয় বিভিন্ন পণ্যসামগ্রী সহ হাস মুরগী ছাগল,এসব পন্য ভক্তরা নদীতে ফেলে দেয় আবার কেউ কেউ আফরা নদীকে গংগা মনে ধারন করে স্নান করছে।

সেখানে হাজারো মানুষের ভিড়কে কেন্দ্র করে দূর দুরান্ত থেকে এসেছে হরেক রকমের ব্যবসায়ীরা, হরেক রকমের নজড়কাড়া খাদ্যদ্রব্য, শিশুদের খেলনা, রয়েছে নাগরদোলা, চরকি, মিষ্টিজাতের মধ্যে রয়েছে,চমচম,পানতোয়া,রসোগোল্লা,জিলাপি,সহ বিভিন্ন লোভনীয় খাদ্যপন্য।

তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় গত বছরের তুলনায় এবছরের বেচাকেনা খুবি কম, তারা বলেন পণ্যদ্রব্যাদির দাম উর্ধগতি হওয়ায় ব্যবসা লাভের সম্ভাবনা ও কম ক্রেতাদের ক্রয়ের চাহিদাও কম।

dsk tv