Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 12 May 2024
  • অন্যান্য

নড়াইলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

Google News

নড়াইলের লোহাগড়া উপজেলায় রিজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

রোববার (১২ মে) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মঙ্গলহাটা গ্রাম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মো. তবিবর রহমানের স্ত্রী।

 

নিহতের ছেলে ছেলে যুবলীগ নেতা রবিউল কবির জানান, উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে বাড়ি ফিরে অন্যান্য সময়ের মতো তিনি ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ দেখতে পান। পরে তার ডাকাডাকিতে প্রতিবশীরা আসে।

 

তিনি বলেন, আমার মায়ের কাছে সব সময় টাকা-পয়সা স্বর্ণালংকার থাকে। আমাদের গ্রামের সবাই সেটা জানেন। আমার মা একা থাকেন। এই সুযোগটা দুর্বৃত্তরা কাজে লাগিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা। আমরা তদন্তপূর্বক এর সঠিক বিচার চাই। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

 

এ বিষয় লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আমাদের তদন্ত চলছে।