Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 23 August 2023
  • অন্যান্য

নড়াইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর শুভ উদ্ভোদন

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ২৩ শে আগস্ট বুধবার বেলা ১১ টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশ্বতি শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশফাকুল হক চৌধুরী জেলা প্রশাসক নড়াইল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া,নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,দীপক কুমার রায় উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অমিতা মন্ডল সহকারী বন সংরক্ষক নড়াইল জোন, সহ মুক্তিযোদ্ধাগন ও, স্কুলের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন প্রমুখ।

সেখানে বেলুন উড়ানোর মধ্য দিয়ে বৃক্ষমেলার শুভ উদ্ভোদন করা হয়, ভিন্ন ভিন্ন নার্সারি মালিক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যপি বৃমেলা ও চারা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এবং জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

dsk tv