Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 25 September 2023
  • অন্যান্য

নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

মোঃ রাসেল মোল্লা, নড়াইল
September 25, 2023 8:58 am । ১৬৩ জন
ছবিঃ দৈনিক সত্যের কণ্ঠ

নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৩ উপলক্ষে র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি পালন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি সিভিল সার্জন অফিস চত্বর থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে বক্তৃতা করেন- নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকসী, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত চন্দ্র ঘোষ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা ঘোষ। আলোচনা সভায় জলাতঙ্ক সুচিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং জনসাধারণকে কিভাবে এবিষয়ে সচেতন করা যায়। এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।