Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 18 August 2023
  • অন্যান্য

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

ছবিঃ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিনা বেগম ওই গ্রামের শেখ মশিউর রহমানের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে ওসি মো.নাসির উদ্দীন জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে টেবিল ফ্যানের সংযোগ দিতে গিয়ে অসাবধানবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মিনা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।