Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 22 December 2023
  • অন্যান্য

নড়াইলে পাকা রাস্তা নির্মানে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এলাকাবাসীর

Google News

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে আগদিয়া বাজার হইতে নীরালি পর্যন্ত পাকা রাস্তা নির্মানে নিম্নমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার দুই পাশে হ্যজিং এর ইট নিম্নমানের আমা ইট ব্যবহার করা হয়েছে এবং ডাস্ট ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চালাচ্ছে। রাস্তাটি নদীর তীর ঘেঁষে হওয়ার কারনে সিমেন্টের পিলার দিয়ে বাধ দেওয়া হয় কিন্তু সেখানেও অনিয়ম দুর্নীতির কারনে রাস্তার কাজ চলমান অবস্তায় তা ভেংগে যায়।

এমতাবস্থায় এলাকাবাসী সাংবাদিকদের জানায়, এরকম অনিয়ম ও দুর্নীতি জড়িত রাস্তা আমরা চাইনা, সরকার কতৃক বরাদ্দ এক নম্বর ইট দিয়ে আমাদের রাস্তার কাজ চালাতে হবে। দীর্ঘ প্রতিক্ষার পর আমাদের এই স্বপ্নের রাস্তা আজ হতে চলেছে কিন্তু কিছু দুর্নীতি অনিয়মের কারনে সরকারী টাকা আত্নসাত করার জন্য সে স্বপ্ন ব্যহত হতে চলেছে।

এ বিষয়ে ৮ নং কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস জানান, আগদিয়া বাজার হতে নিরালী পর্যন্ত এই রাস্তাটি বাহিরগ্রাম,নিরালি শিমুলিয়ার একাংশ মানুশের প্রানের দাবি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামীণ জনপদের রাস্তা জনগণকে উপহার দিয়েছে সেই রাস্তায় কোন প্রকার অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া যায়না আমি চেয়ারম্যান হিসাবে এমপি সাহেবের সাথে কথা বলে কাজটি সঠিক ভাবে যেন হয় সেই ব্যবস্থা করবো।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্যা ও ইউপি সদস্য আশিকুর রহমান বলেন, এই রাস্তাটি, বাহিরগ্রাম নিরালি থেকে ইউনিয়ন পরিষদে আসার একমাত্র রাস্তা এলাকাবাসীর প্রানের দাবি এই রাস্তায় কোন প্রকার অনিয়ম আমরা জনপ্রতিনিধি হয়ে মানতে পারিনা তাই এই রাস্তার কাজ সঠিকভাবে সরকারি নিয়ম মেনে সুষ্ঠু ভাবে যেনো হয়। তা না হলে আমরা কাজ বন্ধ করে দেবো।

এবিষয়ে কন্টাক্টর মহাব্বতের সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।