Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 27 November 2023
  • অন্যান্য

নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ছবিঃ প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে আরাফ নামের দুই মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ।

সোমবার( ২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।

 

শিশু আরাফ সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে দুই মাসের শিশু আরাফ নিখোঁজ হয় । পরে ৯৯৯ এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা গভীর রাত পর্যন্তু খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি । পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাঁসতে দেখে স্থানীয়রা । পরে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক( অপারেশন) জামিল কবীর বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে রয়েছে । বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে ।