Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 12 October 2023
  • অন্যান্য

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাদশা মোল্যা (৪৫) ও আরোহী কাফিল শেখ (২২) নামে দুজন নিহত হয়েছেন।মো

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মোল্যা (৪৫) লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে  এবং আরোহী একই গ্রামের সবুর শেখের ছেলে কাফিল শেখ (২২)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে নিহত বাদশা মোল্যা ও কাফিল শেখ নড়াইল থেকে মিঠাপুরের দিকে যাচ্ছিলেন পতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের হবখালি ইউনিয়নের কাগজীপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাদশা মোল্যা নিহত হন এবং আরোহী কাফিল শেখকে গ্রুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ট্রলির চালক পলাতক রয়েছেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবায়দুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলিটিটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।