Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 14 December 2023
  • অন্যান্য

নড়াইলে আ.লীগে যোগ দিলো বিএনপির নেতা

ছবিঃ দৈনিক সত্যের কণ্ঠ

Google News

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দিলেন বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইমান গাজী।

বুধবার (১৩ ডিসেম্বর ) বেলা ৩ টার দিকে উপজেলার কোটাকোল লঞ্চঘাটে  আ.লীগের এক বর্ধিত সভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।

ইমান গাজী ১০ নং কোটাকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঐ ইউয়নের ১ নং ওয়ার্ড মেম্বার।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ  বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি খান জাহাঙ্গীর আলম এর  সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম আসলাম হোসেন টুটুল এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন,  লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হান্নান রুনু, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ফয়জুল হক রোম, সাধারণ সস্পাদকও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা যুব লীগের সভাপতি আশরাফুল আলম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল  , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা  ইয়াসমিন ইতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান এম এম রাশেদ হাসান, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হুসাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিএম হুমায়ুন কবির,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিএম আরিফুজ্জামান,সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজল খান,১০ নং কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মামুদ,  প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মিলেমিশে কাজ করতে হবে। বর্ধিত সবার শেষে ১ নং ওয়ার্ডের মেম্বার সাবেক বিএনপি নেতা ইমান গাজী ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

dsk tv