নওগাঁর বদলগাছীর ছোট যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করা জাল উদ্ধার করে পুড়িয়ে দিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।
১আগষ্ট বিকাল ৪ ঘটিকা থেকে রাত্রী ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে বদলগাছীর ছোট যমুনা নদী থেকে ৯টি মাছ ধরা অবৈধ রিং জাল উদ্ধার করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত থেকে অবৈধ জাল গুলো পুড়িয়ে দেন।
অবৈধ জালগুলোর আনুমানিক মুল্য ৫০থেকে ৬০হাজার টাকা। এলাকাবাসির দাবি এই ধরনের অভিযান অব্যাহত থাকলে আমরা নদীতে মাছ ধরে খেতে পারবো।
নদী পাড়ের বেশ কিছু সাধারণ জনগন ক্ষোভ প্রকাশ করে বলেন এটি এমন একটি জাল যেটা থেকে মাছের রেনু পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এধরণের জাল ব্যবহারকারীরা দেশের শত্রু। এসব অবৈধ জাল বন্ধে এক্ষুনি সঠিক ব্যবস্থা না নেওয়া হলে আমাদের এই ছোট নদীতে মাছ বলে কিছু থাকবেনা।
উপস্থিত সাধারন জনগণ বলেন, বর্তমান বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে বদলগাছী মৎস্য দপ্তর বেশ কিছু কার্যকর ভূমিকা পালন করায় মাছের অনেকটা উন্নতি হয়েছে।
কিন্তু কিছু প্রভাবশালী জনৈক ব্যক্তির সহযোগিতায় এসব অবৈধ জাল ফেলে তারা মাছ শিকার করে। এই ধরনের অভিযানের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানায়।
অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল বারী সহ সাংবাদিক বৃন্দ।