Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 4 July 2023
  • অন্যান্য

দোয়ারায় বন্যায় তলিয়ে গেছে সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ

Google News

দোয়ারাবাজার উপজেলার বেশ কয়েকটি সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে । উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পাঁচটি ইউনিয়ন ।

সোমবার( ৩ জুলাই) দোয়ারাবাজার- বোগলাবাজারের শরীফপুর, দোয়ারাবাজার- বাংলাবাজার সড়ক, দোয়ারাবাজার- ছাতক সড়কের মাজেরগাঁও এবং হাসপাতাল সংলগ্ন কয়েকটি পয়েন্ট পানির নিচে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লক্ষিপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়ন, সুরমা ইউনিয়ন, বাংলাবাজার ইউনিয়ন ও নরসিংপুর ইউনিয়ন । একই সময়ে দোয়ারা বাজারের- ছাতক সড়কে পানি ওঠায় বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সীমান্তবর্তী উপজেলাটি ।

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার কয়েকটি পাহাড়ি নদী খাসিয়ামারা, চিলাইনদী, চেলানদী, মরাচেলানদী ও সুরমাসহ সবকটি নদ- নদী ও হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে । গুরুত্বপূর্ণ তিনটি সড়কে পানি ওঠার ফলে ভোগান্তিতে পড়েছে পাঁচ ইউনিয়নের কয়েক হাজার মানুষ । সড়কে পানি ওঠার ফলে বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে পারছেন না ঈদে বাড়ি ফেরা লোকজন ।

উপজেলার মাজেরগাঁও গ্রামের বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, ভারতে এবং বাংলাদেশে গত তিন চারদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় ঢলের পানি নামছে, এতে করে বেশ বড় বন্যা হওয়ার আশংঙ্কা করা যাচ্ছে ।

তিনি বলেন, প্রতিবছর আমার বাড়ির সামনে ছাতক- দোয়ারাবাজার মূল সড়ক অল্প বন্যা হলেই পানির নিচে তলিয়ে যায় । সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি বছর বলে আসছি এই অংশটুকু উঁচু করারজন্য । কিন্তু কেউ কোন কর্ণপাত করছেনা ।

দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, সিলেট থেকে রোগী নিয়ে বাড়িতে যাবার পথে দোয়ারাবাজার হাসপাতাল এলাকায় আসার পর দেখি সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে । দুই জায়গায় গাড়ি বদল করে বাংলাবাজারে যেতে হচ্ছে । উপজেলার মাজেরগাঁও গ্রামের পাশে বৃটিশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে ভেঙে কষ্ট করে রোগী নিয়ে বাড়িতে পৌঁছাতে হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু জানান, বর্তমানে ভারতে কম বৃষ্টিপাত হচ্ছে । কয়েকটি ইউনিয়নে যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করেনি । যদি বন্যা পরিস্থিতির অবনতি হয় তাহলে আমাদের ১৪টি আশ্রয় কেন্দ্র প্রাথমিক ভাবে প্রস্তত রয়েছে । বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্ততিও রয়েছে ।