Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 8 June 2023
  • অন্যান্য

দোয়ারায় দুর্নীতির দায়ে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান বহিষ্কার

Google News

বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

গত ৫ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে (স্মারক নং ৪৬,০০,৯০০০,০১৭,২৭,০০৫,২০,৪৭৮) চেয়ারম্যান আবুল হোসেনকে বহিষ্কার করে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘১নং বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ ধারা-২১ অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ৫০ টাকা আদায়ের স্থলে ৪শ’-৫শ’ টাকা করে আদায় করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (হিসাব রক্ষণ এবং নিরীক্ষা) বিধিমালা ২০১২ অনুযায়ী ইউনিয়ন পরিষদের সকল রশিদ বই ইউপি সচিবের জিম্মায় থাকার বিধান থাকলেও চেয়ারম্যান তার নিজ জিম্মায় রেখে রশিদ বই বিধি বহির্ভূতভাবে আদায়কারীকে বিতরণ, কর, রেইট ফি ইত্যাদি বাবদ আদায়কৃত অর্থ পাক্ষিকভাবে ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবে জমা করার বিধান থাকলেও নম্বর প্লেট, ও হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে জমা না করা, উপজেলা নির্বাহী অফিসারের ১৪/০৭/২০২২ তারিখের এক স্মারকে ৫ মে. টন জিআর চাল মাস্টাররোলের মাধ্যমে ১.০৫ মে.টন চাল বিতরণ এবং অবশিষ্ট ৩.৯৫ মে.টন চাল বিতরণ না করার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের দশ জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং সরেজমিন তদন্তে অভিযোগ সমূহ প্রমাণিত হয়েছে। সেহেতু স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৯ (১৩) ধরার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ১ নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এর পদটি একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী বহিষ্কার করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়েছি। গেজেট প্রকাশের জন্য সুপারিশ প্রেরণ করা হয়েছে। গেজেট হওয়ার পর ইসি বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।