Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 24 July 2023
  • অন্যান্য

দোয়ারাবাজারে ২০ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার ৩

Google News

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। (রবিবার ২২জুলাই) খ্রিঃ দোয়ারাবাজার থানাধীন দ্বীনেরটুক  কাঁচা রাস্তার উপর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার থানা পুলিশ।

 

১। ইসমাইল হোসেন সিংবাদ (২৫), পিতা-মোঃ ছিদ্দেক আলী, ২। মোঃ রুবেল মিয়া (২৫), পিতা-মৃত লাল মিয়া, উভয় সাং-নোয়ারাই, ইসলামপুর, ৩। মোঃ মামুন মিয়া (২৩), পিতা-মোঃ জিয়াউল হক, সাং-নোয়ারাই, সর্ব থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জদেরকে আটক করেন।

 

আটককৃত আসামিদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১২ (বারো) বোতল Officer’s Choice মদ ও ০৮ (আট) বোতল Mc Dowell’s No1 মদসহ সর্ব মোট ২০ (বিশ) বোতল বেদেশী মদ এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল দুলাল ধর জানান এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।